প্রবাহ ডেস্ক: শীতকাল মানেই ছুটির আমেজ আর দূরে কোথাও ছুট। দেশ বিদেশ ঘুরতে যাওয়ার আগে সঠিক পোশাক বাছাই করাও গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময়ই দেখা যায় সুটকেস ভর্তি করে পোশাক নেওয়া হলেও পরা হয়েছে গুটিকয়েকই।
প্রকৃতির মাঝে উজ্জ্বল রঙে প্রাণবন্ত হয়ে উঠতে চাইলে পোশাকে নিয়ে আসুন রঙগুলো। উজ্জ্বল রঙ এমনিতেই মন ভালো করে দেয়। ভ্রমণে গিয়ে ছবি তোলা হয় প্রচুর। এ ধরনের রঙ ছবিতেও চমৎকার দেখাবে। নিয়ন সবুজ, কমলা, নিয়ন গোলাপির মতো রঙগুলো দিব্যি মানিয়ে যায় ভ্রমণে। আবার সাদার স্নিগ্ধতায়ও সেজে উঠতে পারেন। সাদা রঙের পাশাপাশি হালকা গোলাপি, পিচ, জলপাই সবুজ, শ্যাওলা সবুজ, হালকা নীল, হালকা হলুদ, হালকা বেগুনি, বাদামি, ধূসর, ঘিয়ে এসব রঙের হালকা শেড, টারশিয়ারি রঙগুলো এবং প্যাস্টেল রঙের শেডগুলো বেশ উপযোগী।
রঙের পাশাপাশি ফেব্রিকও গুরুত্বপূর্ণ। দিনে সাধারণত রোদ ও গরম থাকে এ সময়। আবার সন্ধ্যা নামতেই জেঁকে বসে শীত। সুতি পোশাকের পাশাপাশি সিল্ক, মসলিনের মতো পোশাকগুলো রাখতে পারেন সুটকেসে। হালকা ওজনের কারণে এগুলো বহন করাও সহজ। তবে শীতের পোশাক হিসেবে উল বা খাদি পোশাক নেবেন অবশ্যই।
সন্ধ্যার বারবিকিউ পার্টিতে কৃত্রিম মসলিন বা পাতলা চোষা কাতানের পোশাক বেছে নিতে পারেন। সিল্কের পোশাকও বেশ দেখাবে। সালোয়ার কামিজ বা কুর্তির পাশাপাশি এ লাইন, হাই-লো, ফ্লোয়ি, র্যাপ ড্রেস, কাফতান, মিনি ব্লেজার ড্রেস, অফ-শোল্ডার ও কোল্ড শোল্ডার ড্রেস, জাম্পস্যুট, শার্ট কিংবা মিডি ড্রেসও পরতে পারেন অনায়াসে। পরা যায় বিভিন্ন ডিজাইনের ফ্রক বা লং গাউনও।
তবে পোশাক যেটাই হোক, আরামদায়ক ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হওয়া জরুরি। প্রাধান্য দিতে হবে স্বাচ্ছন্দ্যকে। নাহলে ভ্রমণের আনন্দ মাটি হবে পুরোটাই।