শনিবার | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ উপহার সামগ্রী পেল সুজানগরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা

ঈদ উপহার সামগ্রী পেল সুজানগরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা

প্রবাহ ডেস্ক: ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সুজানগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং উপজেলা রাজস্ব প্রশাসনের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ।

অনুষ্ঠানে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.