শনিবার | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

সাংবাদিক মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রবাহ ডেস্ক: নওগাঁর সাপাহারে সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনায় মূলহোতা সম্রাট সহ জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্টে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ঘন্টাকাল ব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাপাহার প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনার মূলহোতা জুলফিকার আলি সম্রাট সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বক্কর, প্রেসক্লাব সদস্য সাংবাদিক ছাদেক উদ্দীন, সাংবাদিক জুয়েল রহমান ও মরিয়ম বেগম প্রমূখ।

এবিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, আমরা চেষ্টার ত্রুটি রাখেনি। আসামী গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.