শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে আবারও বাড়ল জ্বালানির দাম

পাকিস্তানে আবারও বাড়ল জ্বালানির দাম

প্রবাহ ডেস্ক: অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানে আরেক দফা বাড়িয়েছে জ্বালানি তেলের দাম। শনিবার থেকে আগামী ১৫ দিনের জন্য প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ১০ রুপি।

শনিবার পাকিস্তানের অর্থমন্ত্রী ঈসহাক দার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছেন। খবর জিও নিউজের।

বিবৃতিতে বলা হয়, হাই-স্পিড ডিজেল এবং হালকা ডিজেল তেলের দাম স্থিতিশীল রয়েছে। তবে পেট্রোলের দাম বর্তমান প্রতি লিটারে ২৮২ রুপি। কেরোসিন তেলের দামও প্রতি লিটারে বেড়েছে ৫.৭৮ রুপি।

অর্থ বিভাগ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের বর্ধিত খরচ এবং মুদ্রার হারের পার্থক্যের কারণে পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির পেয়েছে।

বৈদেশিক লেনদেনে ভারসাম্য সংকটে রয়েছে পাকিস্তান। রুপির অবমূল্যায়নের জেরে দেশটির আমদানি ব্যয় বাড়বে। পাকিস্তানের আমদানি ব্যয়ের বড় অংশ যায় জ্বালানির পেছনে। এ ছাড়া পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমাগত কমছে। দেশটির বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে মাত্র তিন সপ্তাহের আমদানি ব্যয় নির্বাহ করা যাবে। এ জন্য আইএমএফ থেকে ঋণ ছাড় দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.