শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলেন ২৬ সাংবাদিক

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলেন ২৬ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পেয়েছেন রাজশাহীর ২৬ সাংবাদিক। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তাদের হাতে হস্তান্তর করা হয়। রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান।

এদিন ১০ হাজার টাকার করে ২৩ জন সাংবাদিক পান করোনাকালীন অনুদানের চেক। মৃত্যুকালীন অনুদান পায় এক সাংবাদিকের পরিবার। আর চিকিৎসা অনুদান পান দুজন সাংবাদিক। চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব।

এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, একসময় জাকাতের ফান্ড থেকে অনুদান দেয়া হত সাংবাদিকদের। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেখান থেকে বের হয়ে এসে সাংবাদিকদের জন্য কল্যান ট্রাস্ট গঠন করেছেন। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এ ট্রাস্ট থেকে অনুদান পেয়ে উপকৃত হচ্ছেন দেশের হাজারো সাংবাদিক। তিনি বলেন, সাংবাদিকতায় শুধু প্রাপ্তির পেছনে ছুটলে হবে না; জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে হবে। মানুষকে সেবা দিতে হবে। লেখনির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, মহান মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার ড. আইনাল হক, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা ও যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.