বৃহস্পতিবার | ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে ঈদগার নামে জমি দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

রাজশাহীতে ঈদগার নামে জমি দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর জিন্নানগর ১৬ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর নামে থাকা ২ কাঠা জমি ঈদগার নামে জোর করে জবর দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। সেই সাথে ঈদগার বাউন্ডারি দিয়ে জনসাধারণের চলা চলের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা।

শনিবার বেলা ১২ টার দিকে জিন্নানগর ঈদগায়র ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি জিন্নানগর এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদরুল আমিনের স্ত্রী শিরিন বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী নগরীর জিন্নানগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদরুল আমিনের নামে থাকা দুই কাঁঠা জমি তার স্ত্রী শিরিন বেগমের নামে গত ৯ জুন ২০১১ সালে রেজিস্ট্রি করে দেন। যার দলিল নং ১০৪০৪। হেবাবিল এওয়াজ করেন। পরে বোয়ালিয়া থানা ভূমি অফিসের কেস নং- ১৮২/১১-১২মূলে খারিজ করেন শিরিন বেগম এবং ১৪২৯ বঙ্গবাদ পর্যন্ত খাঁজনা পরিশোধ করে জমি ভোগ দখল করে আসছেন দীর্ঘদিন যাবত। জিন্নানগর মৌজার, এস এ-৪ নং খতিয়ানের ২৯৬ নং দাগের সমান ৬ অংশের মালিক সেতার উদ্দিন সরকার। একি সম্পদের পরবর্তী আরএস রেকোর্ডে খতিয়ান নং ৪৮৭, দাগ নং ১১৪৪ তে মোট জমি ৫৪.৫২ শতক। যার এসএ রেকোর্ডিও মালিকগনের ওয়ারিশ ও মালিক সেতার উদ্দিন, আব্দুল মজিদের নামে রেকোর্ড হয় যা তারা খাঁজনা, খারিজ ও ভূমি উন্নয়নের কর পরিশোধ করে জমির মালিক।

ভুক্তভোগি শিরিন বেগম বলেন, জিন্না নগর ঈদগার নাম করে কিছু ভূমিদস্যু আমার ওই জমি জবর দখল করার পায়তারা করছে। ঈদগাঁ কমিটির সভাপতি বিএনপি নেতা লিটন ও সাধারণ সম্পাদক বিএনপি নেতা শওকতের নেতৃত্বে ওই জমিটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি আরো বলেন, ওই জমিতে গত মাস খানিক আগে বাড়ি নির্মানের জন্য কাজ শুরু করেছি। গত শনিবার তারা কাজ বন্ধ করে দিয়েছে জোর পূর্বক এবং জমিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। জমি যদি ঈদগাঁতে দান করতাম তাহলে খাঁজনা খারিজ ঈদগার নামে হইতো। ঈদগার নাম করে আমার জমি দখল করছে বিএনপির নেতারা।

এ বিষয় জিন্নানগর ঈদগা কমিটির সভাপতি লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা জমি ঈদগাতে দান করেছে। সেই জমিতে প্রাচীর দেয়া হয়েছে ঈদগার। জমির খাঁজনা খারিজের বিষয় জানতে চাইলে তিনি সঠিত তথ্য দিতে পারেনি।

এ বিষয় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.