রবিবার | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কবিকুঞ্জ, রাজশাহীর আয়োজনে বর্ষবরণ

কবিকুঞ্জ, রাজশাহীর আয়োজনে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক: কবিকুঞ্জ, রাজশাহীর আয়োজনে বর্ষবরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর মিয়াপাড়াস্থ বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

কবিকুঞ্জ, রাজশাহীর সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কবি জুলফিকার মতিন। বর্ষবরণের অনুষ্ঠানে ছিল কথা, কবিতা ও গান সহ নানা আয়োজন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.