শনিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজশাহীতে বায়তুল আমিন জামে মসজিদের ইফতার মাহফিল

রাজশাহীতে বায়তুল আমিন জামে মসজিদের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বায়তুল আমিন জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) নগরীর হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বায়তুল আমিন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজিজুল আলম বেন্টুর উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে অত্র এলাকার মুসল্লিগণ, নগরীর বিভিন্ন মসজিদের আলেম ওলামা এবং আজিজুল আলম বেন্টুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজিজুল আলম বেন্টুর আমন্ত্রণে এই ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার মুসল্লিরাসহ সকলেই। তারা বলেন, ‘আজিজুল আলম বেন্টু সবসময় সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকেন। পাশাপাশি অসহায়-দুঃস্থসহ সকলের পাশে থাকেন। আল্লাহ যেন তাঁর মঙ্গল করেন।’

এ বিষয়ে রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু বলেন, ‘আমার বাবার কাছে থেকেই অনুপ্রেরণা পেয়েছি এসকল সমাজসেবামূলক কাজের। আর সেই অনুপ্রেরণা এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এসকল কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকি। শুধু তাই নয়, সমাজের সকল মানুষদের নিয়ে একসাথে চললে এবং সমাজের ছিন্নমূলদের পাশে দাঁড়াতে পারলে একটা আত্মতৃপ্তি কাজ করে।’

ইফতার মাহফিল শেষে রাজশাহী নগরীর বিভিন্ন আলেম ওলামাদের মাঝে ঈদ উপহার তুলে দেন আজিজুল আলম বেন্টু।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.