শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
প্রভাকে নিয়ে মিথিলার এ কেমন ফেসবুক পোস্ট!

প্রভাকে নিয়ে মিথিলার এ কেমন ফেসবুক পোস্ট!

প্রবাহ ডেস্ক: এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। সম্প্রতি তিনি টিভি অভিনেত্রী প্রভাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। ৫ এপ্রিল (বুধবার) রাতে মিথিলা এ পোস্ট দর্শকের সঙ্গে শেয়ার করেন। ওই পোস্টটি মূলত ছিল প্রভাকে নিয়ে এক সাংবাদিকের নিউজ।

বাংলাদেশের খ্যাতিমান প্রথম শ্রেণির এক পত্রিকার সাংবাদিক প্রভাকে নিয়ে একটি নিউজ করেন গত ৪ এপ্রিল।

প্রভাকে নিয়ে লেখা ওই নিউজ লিংক মিথিলা শেয়ার করেন ৫ এপ্রিল (বুধবার) রাতে। নাজিবা বাশারের লেখা সেই নিউজের সারমর্ম এই যে, তিনি সাংবাদিকতার স্টুডেন্ট না হলেও সমাজের জন্য ভালো কিছু করার তাগিদ থেকে এ পেশায় যোগ দেন।

তিনি আরো লেখেন, ১৩ বছরের সাংবাদিকতায় তিনি সব সময় চেয়েছেন, ভালো এবং মন্দকে হাইলাইট করতে। সাংবাদিকতার পাশাপাশি মিডিয়ায় তিনিও একজন অভিনেত্রী। কিন্তু সহকর্মী অভিনয়শিল্পীদের তিনি যখন বলতেন আমিও সাংবাদিক, তখন সব অভিনয়শিল্পী সাংবাদিক না বলে তাকে বলত সাংঘাতিক।

নাজিবা বাশারের সেই নিউজের ছবিতে রয়েছে শনিবার (১ এপ্রিল) অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেয়া প্রভার ছবি।

সেই নিউজ লিংক শেয়ার করে মিথিলা ক্যাপশনে লিখেছেন, নাজিবা বাশার। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। এই স্ট্যাটাসের কমেন্টেস বক্সে নাজিবা বাশারও জানিয়েছেন ভালোবাসার বার্তা।

এদিকে ১ এপ্রিল সংবাদ সম্মেলনে সাংবাদিকের দিকে অভিনেত্রী প্রভা আঙুল তুললেও রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের আত্মপক্ষ সমর্থন করে সাংবাদিকদের উদ্দেশে খোলা চিঠি লেখেন তিনি।

যেখানে প্রভা জানান, সাংবাদিকদের সঙ্গে তার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আগের মতো ভাই-বোন সম্পর্ক নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.