শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
দুর্গাপুরে জ্বলন্ত সিগারেটের আগুনে পুড়লো পানবরজ

দুর্গাপুরে জ্বলন্ত সিগারেটের আগুনে পুড়লো পানবরজ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে জ্বলন্ত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষকের প্রায় ৫ বিঘা জমির পানবরজ ভস্মীভূত হয়েছে। রোববার (৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার শ্যামপুর গ্রামের পশ্চিমপাড়া আংরার বিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।

জানা গেছে, প্রায় ৫ বিঘা জমিতে স্থানীয় ৫ জন কৃষকের পানবরজ ছিলো। দুপুরের তপ্ত রোদে দাউদাউ আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবুল খায়ের বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত অগ্নি নির্বাপণের কাজ শুরু করা হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগেই ওই গ্রামের পানচাষী আব্দুল লতিফের ৪ পৌণ, আক্কাস আলীর ৪ পৌণ, বজলুর রহমানের ৪ পৌণ, গোলাম মোস্তফার ৩ পৌণ ও আফাল আলীর ৩ পৌণ পানবরজ ভস্মীভূত হয়ে যায়।

তিনি আরও বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের আরও প্রায় ৩০ বিঘা জমির পান বরজ রক্ষা পেয়েছে।

এই ফায়ার ফাইটার আরো জানান, জ্বলন্ত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এরপরও ঘটনার তদন্ত চলছে। এতে প্রায় ৩ লাখ টাকার পান সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। তবে তারা ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে মর্মে তালিকা করেছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুন লাগার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে মাড়িয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামে কৃষকের পানবরজে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে কৃষক আয়নাল হক, এছার আলী ও আতাউর রহমানের পানপরজ পুড়ে গেছে বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এই প্রতিবেদন প্রস্তুত পর্যন্ত জানা যায়নি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.