নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘যে নির্বাচনে বিএনপি নেই, খালেদা জিয়া নেই সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। মানুষ মুক্তি চায়। ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে এবার এই সরকারের পতন ঘটাবে।’
শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে মহানগরীর কোর্ট স্টেশন মোড়ে রাজপাড়া থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
মিজানুর রহমান মিনু বলেন, ‘দেশের সাধারণ মানুষের ঘরে আজ চাল নেই, তেল নেই, আটা নেই। দারিদ্রতার কারণে স্বামী-স্ত্রী বাচ্চাকে নিয়ে বিষ খাচ্ছেন। দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ ভালো আছেন। তাই দেশের মানুষকে বাঁচতে হলে এই সরকারকে সরাতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এ সরকারের পতন ঘটানো হবে।’
এদিকে, রাজপাড়া ছাড়াও রাজশাহী মহানগর সংগঠনিক থানা বোয়ালিয়া, মতিহার ও শাহমখদুম থানায় বিএনপি পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব মামুন অর মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।