সোমবার | ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তালাত মাহমুদ গ্রেপ্তার

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তালাত মাহমুদ গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তালাত মাহমুদ সায়েনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার(৮ এপ্রিল) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তালাত লক্ষ্মীপুর সদরের নওশাদ রেজার ছেলে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ২৩টি লিফলেট, ৩টি উগ্রবাদী বই, ১টি কম্পিউটার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, তালাত মাহমুদ সায়েন (২৯) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি বিভাগের অন্যতম দায়িত্বশীল সদস্য।

হিযবুত তাহরীরের সাংগঠনিক কার্যক্রম প্রচারের নিমিত্তে জঙ্গিবাদী লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা-স্কুলের মেধাবী ছাত্র তথা তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণকে জঙ্গিবাদে সম্পৃক্ত করতে উৎসাহিত করে থাকে। ২০১৫ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল তালাত মাহমুদ।

পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপনে থেকে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে।

তালাত মাহমুদ সায়েনের (২৯) বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলার রায়ে আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময়ও সে পলাতক ছিল।

জিজ্ঞাসাবাদে সায়েন জানায়, সে রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসি পাস করে। ছাত্রজীবন থেকে হিযবুত তাহরীর সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয় সে।

২০১৫ সালে গ্রেপ্তার হয়ে মামলায় এক বছর জেল খাটার পর জামিনে বের হয় তালাত। পরবর্তীতে ২০১৬ সালে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নিজেকে আত্মগোপনে রাখার জন্য মালয়েশিয়াতে চলে যায়। মালয়েশিয়া দুই বছর থেকে ২০১৮ সালে দেশে ফিরে এসে পুনরায় হিযবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে পরে।

জানা যায়, হিযবুত তাহরীরের শীর্ষ নেতারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকায় সরকার বিরোধী লিফলেট ও উগ্রবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করে আসছিল তালাত মাহমুদ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.