নিজস্ব প্রতিবেদক: মোহনপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার রেজিস্ট্রি অফিসের সামনে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় ও ইফতার অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বদিউজ্জামান বদির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম, মোহনপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক খন্দকার বদিউজ্জামানসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দলকে শক্তিশালী করে জতীয় নির্বাচনে ভূমিকা পালন করা নিয়ে আলোচনা করেন তারা।