নিজস্ব প্রতিবেদক: মোহনপুর উপজেলার সুনাম ধন্য সাংবাদিক নিয়ে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে প্রেস ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে (৬ এপ্রিল) মোহনপুর প্রেসক্লাব এর আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক এম এম মামুন, সহ-সভাপতি আনসার আলী স্বাধীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিক রায়হানুল হক রিফাত, রাসেল সরকার, এফডিআর ফায়সাল হোসেন, আব্দুর কাদের, মোজাহার আলী, মোস্তফা কামাল ভিক্টর, শাহিনুর রহমান, ফিরোজ হোসেন, সুমন শান্তসহ প্রমূখ।
ইফতার শেষে সকলের সাফল্য ও মঙ্গল কামনা করে নিজ নিজ সংবাদ সংগ্রহের কাজে ফিরে যান তারা।