বৃহস্পতিবার | ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ জন
মোহনপুরে র‍্যাব পরিচয়ে টাকা ছিনতাই

মোহনপুরে র‍্যাব পরিচয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর ও বাগমারা উপজেলার সীমান্ত এলাকার ধামিন নওগাঁ বিলের মাঝখানের রাস্তায় র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পাঁচজন যুবক এক ব্যক্তির মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ে নিয়ে যায়।

এ ঘটনার বিকেলে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মোজাহার আলী (২৮)। তিনি বাগমারা উপজেলার আউচপাড়া ইউপির ইন্দ্রপুর গ্রামের আলহাজ্ব ফজের আলীর ছেলে। মোজাহার আলী ও তার স্ত্রী কুমিল্লা মুন ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত। ছুটি নিয়ে নিজ গ্রামে এসেছেন বাড়ির কাজ করার জন্য। তিনি রড ও সিমেন্ট কেনার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশাহ বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। আপাতত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে কারা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। এছাড়াও ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগের বরাদ দিয়ে ওসি জানান, ছিনতাইয়ের কবলে পড়া মোজাহার আলী কেশরহাট ইসলামী ব্যাংক শাখা হতে দুপুর ১ টার দিকে ৫ লাখ ৮০ হাজার টাকা তুলে ভ্যানযোগে বাগমারা উপজেলার ইন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাস যোগে ৫ জন যুবক তার গতিরোধ করে র‍্যাব পরিচয়ে পিস্তল বের করে টাকা ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তরা মোজাহারসহ তার সাথে থাকা ভ্যানচালক ও তার মামা মজোপাড়া গ্রামের নজের আলীর ছেলে দুলাল হোসেন (৪০) এর মোবাইল ফোন কেড়ে নিয়ে কালো মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ধামিন নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে চোখ বেঁধে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.