বুধবার | ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীসহ ৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

রাজশাহীসহ ৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীসহ ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুন খুলনা ও বরিশালে ও ২১ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।  সোমবার (0৩ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে  দুপুরে রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.