প্রবাহ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওতে টাকা রেখে বিপত্তিতে পড়েছেন কয়েক হাজার গ্রাহক। গ্রাহকদের প্রায় একশ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিওটির কর্মকর্তা ও কর্মচারীরা।
আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে আজ রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে মধুমতি এনজিও’র প্রায় কয়েক’শ শত গ্রাহক। সকাল সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী চলা মানবন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা বলেন, উচ্চ মুনাফার আ্শায় টাকা রেখে তারা আজ পথে বসেছেন।
এ সময় তারা গ্রাহকের টাকা বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে জেলা প্রশাসক একেএম গালিভ খানের কাছে স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী গ্রাহকদের একটি প্রতিনিধি দল।
এ ব্যাপারে মধুমতি গ্রুপের আত্মগোপনে থাকা বর্তমান চেয়ারম্যান মাহমুদা খাতুনসহ অন্যান্য পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।