বৃহস্পতিবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের প্রথম পর্ব অনুষ্ঠিত

সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের প্রথম পর্ব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের আয়োজনে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘ক’ এবং ‘খ’ অংশ গ্রহণ করেছেন প্রতিযোগীরা। ‘খ’ গ্রুপের প্রথম পর্বে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৯ জন প্রতিযোগী অংশ গ্রহণ নেয়। রবিবার থেকে শেষ হয়েছে ‘ক’ এবং ‘খ’ গ্রুপের প্রথম পর্বের কিরাত প্রতিযোগিতা। ‘ক’ গ্রুপে অংশ গ্রহণ করে ০৬-১৩ বছর বয়সের শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে ১৩-১৬ বছর বয়সের শিক্ষার্থীরা।

এবারের কিরাত প্রতিযোগিতায় ১০২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি গ্রুপে ০৩ জন করে প্রতিযোগী অংশ নেয়। প্রথম রাউন্ডে ‘ক’ এবং ‘খ’ গ্রুপ থেকে ২০ জন করে মোট ৪০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়।

উভয় গ্রুপের নির্বাচিতদের নিয়ে পরবর্তী তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা-২০২৩। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।

সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস.এম. মাহাবুবুর রহমান এবং প্রভাষক জিল্লুর রহমান। উক্ত কিরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন সোনাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সালেহা ইমারত কোল্ড স্টোরেজ জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, বাগমারা থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী ইউনুস আলী। ফলাফল সংগ্রহ ও প্রস্তুত কমিটির দায়িত্বে রয়েছেন ভটখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রমজান আলী, যাত্রাগাছি ফাযিল মাদ্রাসার প্রভাষক বুলবুল হোসাইন। পরিচালনা কমিটির সদস্য সালেহা ইমারত কোল্ড স্টোরেজের জিএম নাদিরুজ্জামান, ব্যবস্থাপক (হিসাব) সোহরাব হোসেন মাসুম, ইসলামিক ফাউন্ডেশনের মাহাবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোফাজ্জল হোসেন প্রমুখ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.