বৃহস্পতিবার | ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহী ডিসি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে পবায় অবৈধ ভাবে পুকুর ভরাটের অভিযোগ

রাজশাহী ডিসি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে পবায় অবৈধ ভাবে পুকুর ভরাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোজিবরের মোড় এলাকায় রতন নামের এক ডিসি অফিসের কর্মচারি অবৈধ ভাবে পুকুর ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার থেকে দিনে ও রাতে ড্রাম ট্রাকে করে বালু দিয়ে ২ বিঘা জমির ওই পুকুর ভরাট করছে।

জানা গেছে, পবা উপজেলার ৩ নং দামকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোজিবরের মোড় হরিসারডাইং গ্রামের এলাকায় মৃত রহমতের ছেলে রতন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি পদে কর্মরত রয়েছেন। ক্ষমতার দাপটে তার বাড়ির পাসে দুই বিঘার পুকুরটি সরকারি নিষেধাজ্ঞা ভংঙ্গ করে তিনি পুকুর ভরাট করছেন। পবা উপজেলা এ্যসিল্যন্ড তাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তিনি আজ রোববার পর্যন্ত অবৈধ ভাবে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। ওই পুকুর ভরাটে সহায়তা করছেন ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে বাপ্পি।

স্থানিয়দের অভিযোগ, ছোট রাস্তা দিয়ে ড্রাম ট্রাকে করে বালু বহন করে নিয়ে গিয়ে ওই পুকুর ভরার করছে রতন। এলাকার মানুষ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে রতন। রতন ডিসি অফিসে চাকুরী করে। ক্ষমতার দাপটে সে অবৈধ ভাবে পুকুর ভরাট করছে। এ বিষয় থানা পুলিশ কে জানিয়েও কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয় ডিসি অফিসের কর্মচারি রতন বলেন, পুকুর না ধানি জমি ভরাট করছিলাম। তবে এ্যসিল্যন্ড স্যার কাজ বন্ধ রাখতে বলেছে তাই কাজ বন্ধ রেখেছি বলে অস্বীকার করেন তিনি।

পবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ বলেন, আমি ঢাকায় আছি। রাজশাহীতে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুকুর খনন বা পুকুর ভরাট অবৈধ। কেউ অনুমোতি ছাড়া পুকুর ভরাট ও খনন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.