বুধবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজশাহী ডিসি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে পবায় অবৈধ ভাবে পুকুর ভরাটের অভিযোগ

রাজশাহী ডিসি অফিসের এক কর্মচারির বিরুদ্ধে পবায় অবৈধ ভাবে পুকুর ভরাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোজিবরের মোড় এলাকায় রতন নামের এক ডিসি অফিসের কর্মচারি অবৈধ ভাবে পুকুর ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার থেকে দিনে ও রাতে ড্রাম ট্রাকে করে বালু দিয়ে ২ বিঘা জমির ওই পুকুর ভরাট করছে।

জানা গেছে, পবা উপজেলার ৩ নং দামকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোজিবরের মোড় হরিসারডাইং গ্রামের এলাকায় মৃত রহমতের ছেলে রতন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি পদে কর্মরত রয়েছেন। ক্ষমতার দাপটে তার বাড়ির পাসে দুই বিঘার পুকুরটি সরকারি নিষেধাজ্ঞা ভংঙ্গ করে তিনি পুকুর ভরাট করছেন। পবা উপজেলা এ্যসিল্যন্ড তাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তিনি আজ রোববার পর্যন্ত অবৈধ ভাবে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। ওই পুকুর ভরাটে সহায়তা করছেন ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে বাপ্পি।

স্থানিয়দের অভিযোগ, ছোট রাস্তা দিয়ে ড্রাম ট্রাকে করে বালু বহন করে নিয়ে গিয়ে ওই পুকুর ভরার করছে রতন। এলাকার মানুষ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে রতন। রতন ডিসি অফিসে চাকুরী করে। ক্ষমতার দাপটে সে অবৈধ ভাবে পুকুর ভরাট করছে। এ বিষয় থানা পুলিশ কে জানিয়েও কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয় ডিসি অফিসের কর্মচারি রতন বলেন, পুকুর না ধানি জমি ভরাট করছিলাম। তবে এ্যসিল্যন্ড স্যার কাজ বন্ধ রাখতে বলেছে তাই কাজ বন্ধ রেখেছি বলে অস্বীকার করেন তিনি।

পবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ বলেন, আমি ঢাকায় আছি। রাজশাহীতে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুকুর খনন বা পুকুর ভরাট অবৈধ। কেউ অনুমোতি ছাড়া পুকুর ভরাট ও খনন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.