শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ২ নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ২ নারী গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবুন্ধ সেতু পশ্চিম গোল চত্বরে র‌্যাব-১২’র বিশেষ অভিযানে ৩৬ লাখ টাকার হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইলের ইমরান আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও ইমরান আলীর মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, শনিবার ভোর রাতে র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএমের নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি টিম সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে অভিযান চালায়।

তখন ৩৬৩ গ্রাম হেরোইনসহ ঐ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন তারা।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.