সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
সাধারণ মানুষের সাথে ইফতার করেন ব্যারিস্টার জন এমপি

সাধারণ মানুষের সাথে ইফতার করেন ব্যারিস্টার জন এমপি

প্রবাহ ডেস্ক: বিকেল হলেই বাড়ি থেকে বেড়িয়ে পড়েন। এলাকার বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে রোজাদারদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করেন। অসহায়, গবীর- দু:খি ও সাধারণ মানুষের সাথেই ইফতার করেন তিনি। পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন ব্যাক্তিগত এই কর্মসূচী পালন করেন নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

রমজানের শুরু থেকেই তিনি রান্না করা ইফতারি খাবার বিতরণ করছেন। পথচারী, শ্রমজীবী, দরিদ্র ও সাধারণ সকল রোজাদারদের হাতে তুলে দেওয়া হয় ইফতারি। ইফতারি প্যাকেটে থাকে খেজুর, মাংস বিড়িয়ানী, জিলাপী, বুট,বুন্দিয়া, বেগুনি, পিঁয়াজু, কলাসহ হরেক রকম খাবার।

পবিত্র রমজানের প্রথম থেকেই প্রতিদিন শত-শত মানুষের সাথে কুশল বিনিময় করে নিজ হাতে খাবার তুলে দিচ্ছেন। পুরাতন বাসষ্ট্যান্ড, দয়ালের মোড়, তাজের মোড়, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, তুলশীগঙ্গা, মুক্তির মোড়সহ প্রতিটি এলাকায় যাচ্ছেন।

নওগাঁ শহর থেকে কর্মসূচী শুরু করলেও ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এখন ইউনিয়ন পর্যায়ে ও গ্রামে-গ্রামে যাচ্ছেন মানুষের সাথে কুশল বিনিময় করতে। এলাকার সার্বিক উন্নয়নে সাধারন মানুষের মতামত গ্রহন করছেন। গরীব ও অসহায় মানুষকে সহযোগিতা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধু রমজান মাসেই নয়। সব সময়ই তাঁকে কাছে পাওয়া যায়। তাঁর বাবা মরহুম আব্দুল জলিল ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। বাবার মত মানুষকে ভালবেসে ছুটে যাচ্ছেন গ্রামে-গ্রামে। তরুন ও প্রানোজ্জল নেতৃত্ব পেয়ে খুশি এলাকাবাসী। এলাকায় আব্দুল জলিলের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন নিজাম উদ্দিন জলিল জন।

আওয়ামী লীগের নেতা কর্মিরা বলছেন, এলাকার উন্নয়নের পাশাপাশি দলের কাজেও রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন এমপি নিজাম উদ্দিন জলিল জন। নওগাঁ  সদরে দলের অবস্থান এখন অনেক চাঙ্গা। দলের প্রবীন থেকে শুরু করে সকল পর্যায়ের নেতা কর্মি ও সমর্থকদের সাথে নিয়ে তিনি এলাকায় সুসংগঠিত আওয়ামী লীগ গড়ে তুলেছেন।

এমপি জন বলেন, মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য। বাবার মত আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এলাকার মানুষের জন্য সারা জীবন কাজ করে যাবো।

জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের পথে হাঁটছি। এলাকার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা আছে। ইতোমধ্যে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাসহ বেশ কিছু উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। আগামী দিনে প্রতিটি উন্নয়ন পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন, সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.