প্রবাহ ডেস্ক: নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনে একটি দোকানঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুরে সাফিয়া মেশিনারীজ এণ্ড ভ্যারাইটি স্টোর নামের দোকানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দাবি, অগ্নিকাণ্ডে তাঁর অন্তত চার লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
সতীহাট বাজার বণিক সমিতির উপদেষ্টা দেওয়ান ময়েন উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে গঠাৎ করেই বাজারের সাফিয়া মেশিনারীজ এণ্ড ভ্যারাইটি স্টোরে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তে আশেপাশের দোকান, একটি এনজিওর কার্যালয়সহ গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে দোকান মালিক দাবি করেন আগুনে তার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।