শনিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
মহাদেবপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাই মামলার আরো ২ আসামী গ্রেপ্তার

মহাদেবপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাই মামলার আরো ২ আসামী গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে দিনে দুপুরে প্রকাশ্যে ১৪ লক্ষ টাকা ছিনতাই মামলার আরো ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র রবিউল ইসলাম রেজা ও জয়পুরহাট সদরের শান্তিনগর গ্রামের আশরাফ আলীর পুত্র আবু রায়হান রাসেল।

গত বুধবার রাতে মহাদেবপুর পুলিশের একটি টিম জয়পুরহাট পুলিশের সহযোগিতায় জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এর আগে গত ১৯ মার্চ এ মামলার আরো ২ আসামীকে পুলিশ গ্রেফতার করে জেল হাতে পাঠায়। তারা হলো জয়পুরহাটের কাশিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও তেঘরবিশা গ্রামের মৃত মাহতাব উদ্দিন মন্ডলের ছেলে লিমন হোসেন মিন্টু।

জানা গেছে, গত ১৬ মার্চ বিকেলে মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেলট গ্রামের মৃত মনছুর আলী সরদারের ছেলে ধান ব্যবসায়ী মো. আব্দুল জব্বার ১৪ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে নজিপুর থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে মাতাজী-মহাদেবপুর সড়কের বেলট মোড়ে পৌঁছালে ২টি মোটর সাইকেলে থাকা অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি তার চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে এবং তাকে মারপিট ১৪ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ধান ব্যবসায়ী মো. আব্দুল জব্বার বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.