মঙ্গলবার | ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক : বাণিজ্য উপদেষ্টা নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যারা, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় : নাহিদ ইসলাম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল
চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাত গ্রেপ্তার

চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পুলিশ হেডকোয়ার্টাস ঢাকা এবং রেঞ্জ কার্যালয় ও রাজশাহীর বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ মার্চ রাতে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

জানা গেছে, গত ২৮-০৩-২০২৩ দিবাগত রাত্র‌ে চারঘাট থানার হলিদাগাছি রেলগেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে নাম্বারবিহীন একটি কালো পিকআপ কে সন্দেহ হয়। এসময় চারঘাট থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উক্ত পিকআপ তল্লাশি করেন।

তল্লাশি কারে উক্ত পিকআপ এর মধ্যে শুয়ে থাকা অবস্থায় ও গাড়ীর ড্রাইভারসহ ১) মোঃ রুবেল খান (৩০), পিতা-মৃত আরজু খান, সাং – বরআরিয়াব, ডাক- রূপসী,থানা- রুপগঞ্জ, ২) মোঃ সেলিম (২৪), পিতা- মোঃ সফুল উদ্দিন, সাং -ভারগাও, ডাক – খালপার চেঙ্গান বরাব, থানা -সোনারগাঁও, ৩) মোঃ ইব্রাহিম (৩৫), পিতা -মোঃ মালেক , সাং – সোনাকান্দি, ডাক -আতশ আলি , থানা- রায়পুরা , ৪) মোঃ জামাল (৩৪), পিতা -মৃত আইসিল্লা, সাং- কেউটালা,ডাক – মদনপুর, থানা-বন্দর, ৫) মোঃ রায়হান(২২), পিতা-মোঃ হারুন, সাং- বারদী, ডাক ও থানা – সোনারগাঁও, ৬) মোঃ খোকন (৩৫), পিতা- মৃত শাহজাহান, সাং -কান্দোপাড়া, ডাক ও থানা -সিদ্ধিরগঞ্জ ৭) মোঃ রনি (২৫), পিতা মোঃ হারুনুর রশিদ, সাং- মিজমিজি চৌধুরীপাড়া, থানা -সিদ্ধিরগঞ্জ , ৮) মোঃ জহুরুল ইসলাম (২২), পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং – টেলা পাড়া, ডাক- রূপসী, থানা- রূপগঞ্জ, সর্ব জেলা- নারায়ণগঞ্জ। ৯) মোঃ রায়হান রাহাত (৩২), পিতা মোঃ রিপন, সাং- কলাকান্দি, ডাক- হোমনা বাতাকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা গ্রেফতার করে।

এসময় তাদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে চারঘাট থানায় মামলা করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.