রবিবার | ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাত গ্রেপ্তার

চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পুলিশ হেডকোয়ার্টাস ঢাকা এবং রেঞ্জ কার্যালয় ও রাজশাহীর বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ মার্চ রাতে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

জানা গেছে, গত ২৮-০৩-২০২৩ দিবাগত রাত্র‌ে চারঘাট থানার হলিদাগাছি রেলগেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে নাম্বারবিহীন একটি কালো পিকআপ কে সন্দেহ হয়। এসময় চারঘাট থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উক্ত পিকআপ তল্লাশি করেন।

তল্লাশি কারে উক্ত পিকআপ এর মধ্যে শুয়ে থাকা অবস্থায় ও গাড়ীর ড্রাইভারসহ ১) মোঃ রুবেল খান (৩০), পিতা-মৃত আরজু খান, সাং – বরআরিয়াব, ডাক- রূপসী,থানা- রুপগঞ্জ, ২) মোঃ সেলিম (২৪), পিতা- মোঃ সফুল উদ্দিন, সাং -ভারগাও, ডাক – খালপার চেঙ্গান বরাব, থানা -সোনারগাঁও, ৩) মোঃ ইব্রাহিম (৩৫), পিতা -মোঃ মালেক , সাং – সোনাকান্দি, ডাক -আতশ আলি , থানা- রায়পুরা , ৪) মোঃ জামাল (৩৪), পিতা -মৃত আইসিল্লা, সাং- কেউটালা,ডাক – মদনপুর, থানা-বন্দর, ৫) মোঃ রায়হান(২২), পিতা-মোঃ হারুন, সাং- বারদী, ডাক ও থানা – সোনারগাঁও, ৬) মোঃ খোকন (৩৫), পিতা- মৃত শাহজাহান, সাং -কান্দোপাড়া, ডাক ও থানা -সিদ্ধিরগঞ্জ ৭) মোঃ রনি (২৫), পিতা মোঃ হারুনুর রশিদ, সাং- মিজমিজি চৌধুরীপাড়া, থানা -সিদ্ধিরগঞ্জ , ৮) মোঃ জহুরুল ইসলাম (২২), পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং – টেলা পাড়া, ডাক- রূপসী, থানা- রূপগঞ্জ, সর্ব জেলা- নারায়ণগঞ্জ। ৯) মোঃ রায়হান রাহাত (৩২), পিতা মোঃ রিপন, সাং- কলাকান্দি, ডাক- হোমনা বাতাকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা গ্রেফতার করে।

এসময় তাদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে চারঘাট থানায় মামলা করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.