শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

প্রবাহ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় দেশটির সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান বৃহস্পতিবার (৩০ মার্চ) রয়টার্সকে বলেছেন, ওই দুই হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার দুটিতে কজন আরোহী ছিলেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।

তবে সংবাদমাধ্যম নিউ টেলিগ্রাফ এবং ডেইলি মেইল জানিয়েছে, কেন্টাকিতে এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যে ঘাঁটিতে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে, সেটি ন্যাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বছরের জুলাইয়ে ৫০ লাখ ডলার খরচ করে ওই হেলিক্প্টার প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই উড়ানো হয়। তাই বৃহস্পতিবারের দুর্ঘটনার পেছনে এ প্রোগ্রামের কোনো ত্রুটি আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত হেলিকপ্টার দুটির মুখোমুখি এ সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায়নি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.