শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্য মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

খাদ্য মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রবাহ ডেস্ক : খাদ্য মন্ত্রণালয়ের ডাটাবেজ ম্যানেজার ও নেটওয়ার্ক/ওয়েবসাইট ম্যানেজার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে ডাটাবেজ ম্যানেজার পদের লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর এবং নেটওয়ার্ক ও ওয়েবসাইট ম্যানেজার পদের লিখিত পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে দুই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডাটাবেজ ম্যানেজার পদে পরীক্ষার্থী ১৯৯ এবং নেটওয়ার্ক/ওয়েবসাইট ম্যানেজার পদে পরীক্ষার্থী ২৪৪ জন।

লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে ঢুকতে দেওয়া হবে না।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.