রাঘবের সঙ্গে পরিণীতিকে দু’দিন দেখা গিয়েছিল মুম্বাইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে।
জানা গেছে, লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।
তাদের বিয়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, তাই তারা ডিনারে যাচ্ছেন। শিগগিরই তা আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করা হবে। যদিও বর্তমানে রাঘব ও পরিণীতি কাজের জন্য খুব ব্যস্ত। যখন অনুষ্ঠান হবে তখন পরিবারের সকল সদস্যকে নিয়েই সেই অনুষ্ঠান আয়োজিত হবে। তখন সকলের সামনে সেই সুখবরটি প্রকাশিত হবে।