প্রবাহ ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডায় ইউলুপের পূর্ব পাশে একটি দোকানে আগুন লেগেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিসের সামনে রাজভোগ নামের মিষ্টর দোকানে আগুন জ্বলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাড়ির জন্য অপেক্ষা না করে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস তাদের সঙ্গে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।