বুধবার | ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারের জন্য চিড়ার লাচ্ছি তৈরির রেসিপি

ইফতারের জন্য চিড়ার লাচ্ছি তৈরির রেসিপি

প্রবাহ ডেস্ক: ইফতারে স্বাস্থ্যকর ও সুস্বাদু পানীয় হিসেবে রাখতে পারেন চিড়ার লাচ্ছি। এটি তৈরি করা খুব সহজ। খুব কম সময়ে তৈরি করা যায় বলে ইফতারের সময় বাড়তি সময় নষ্ট হয় না।

বাড়িতে থাকা অল্প উপদানে দ্রুতই তৈরি করতে পারবেন চিড়ার লাচ্ছি। ইফতারে প্রাণ জুড়াতে কাজ করবে এই পানীয়। চলুন তবে জেনে নেওয়া যাক চিড়ার লাচ্ছি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিড়া- ১ কাপ

পানি- পরিমাণমতো

মিষ্টি দই- ১ কাপ

দুধ- আধা কাপ

চিনি- স্বাদমতো

বরফ কুচি- পরিবেশনের জন্য।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চিড়া ভালো করে ধুয়ে পরিমাণমতো পানিতে ভিজিয়ে রাখুন। চিড়া ভালোভাবে ভিজলে পানি ঝরিয়ে নিন।

এরপর ব্লেন্ডারে মিষ্টি দই, দুধ, চিনি ও চিড়া দিয়ে দিন। এরপর ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু চিড়ার লাচ্ছি।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.