শনিবার | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

টুইটারের সোর্স কোড অনলাইনে ফাঁস

টুইটারের সোর্স কোড অনলাইনে ফাঁস

প্রবাহ ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস হয়েছে। এর সঙ্গে জড়িতদের তথ্য চেয়ে আইনি প্রক্রিয়া নিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুসারে, বিভিন্ন উদ্বৃতি দিয়ে সোর্স কোডটি গিটহ্যাবে প্রকাশ করা হয়। এটি মাইক্রোসফটের মালিকানাধীন একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট ভিত্তিক ওয়েবসাইট।

গিটহ্যাবে সোর্স কোডটি প্রকাশ করে ‌‌‘ফ্রি স্পেস অ্যান্থুয়্যাস্ট’ নামের একটি আইডি। যদিও গিটহ্যাব বলছে, সোর্স কোডটি টুইটারের অনুরোধে শুক্রবার সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে টুইটারের অভিযোগের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ার জেলা আদালত গিটহ্যাবকে সোর্স কোড প্রকাশ করা আইডির তথ্য চেয়ে নোটিশ দিয়েছে।

যদিও গিটহ্যাব এ ধরনের তথ্য আদালতকে সরবরাহ করেছে কিনা, সে ধরনের কোনো তথ্য সংবাদমাধ্যমকে জানায়নি। এমনকি কতক্ষণ পর্যন্ত সোর্স কোড সর্বজনীনভাবে উন্মুক্ত ছিল, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.