বুধবার | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আনুপাতিক পদ্ধতির নির্বাচন সময়ের দাবি : চরমোনাই পীর ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন যুগে বাংলাদেশ একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, সবচেয়ে বেশি বরিশালে একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল
পাহাড়ে ‘কয়লা খনি’ সন্ধানের গুঞ্জন

পাহাড়ে ‘কয়লা খনি’ সন্ধানের গুঞ্জন

প্রবাহ ডেস্ক: খাগড়াছড়ির একটি দুর্গম পাহাড়ে ‘কয়লার খনি’ পাওয়ার গুঞ্জন উঠেছে। স্থানীয় কারো কারো দাবি, সেই কয়লা তার জ্বালানি হিসেবে ব্যবহারও করেছেন। আবার ভিন্নমতও দিয়েছেন অনেকে।

তাদের দাবি, এটি আসলে কয়লা খনি নয়। কিন্তু বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনাক্তে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি জেলার মাটিরাঙা উপজেলার আমতলী ইউনিয়নের দুর্গম বামা গোমতি গ্রামের।

কিছু মানুষের দাবি, সেখানে ছড়ার পাশে মাটি খুঁড়লেই কয়লা বেরিয়ে আসছে। এদিকে এমন খবরে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হতেই তা দেখতে বহু লোক ছুটে যাচ্ছেন দুর্গম সেই প্রত্যন্ত পাহাড়ি এলাকায়।

জানা গেছে, কৌতূহলী হয়ে সেই কয়লা বাড়িতে নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন কেউ কেউ। তাতে সফলও হন। দিনে দিনে জানাজানি হয় কয়লা খনির খবর। এমন ভালো খবরে ইতিমধ্যে অনেকেই স্বপ্ন বুনতে শুরু করেছেন। তবে তারা তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন।

অপরদিকে ‘কয়লা খনি পাওয়া গেছে’ এমন সংবাদ শুনে দেখতে যাওয়া অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে অনেক কষ্ট করে দেখতে এসেছি। এসে দেখে মনে হচ্ছে এটি প্রকৃত অর্থেই কয়লা নয়, বরং পুরনো গাছের খণ্ডিত অংশ। এটি দেখতে আসা পণ্ডশ্রম।

এদিকে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ওই এলাকা ঘুরে এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কয়লার খনি হলে অনেক বড় এলাকা জুড়ে থাকার কথা, এতো ছোট এলাকা নয় বলেও মন্তব্য করেন ইউএনও।

প্রসঙ্গত, এর আগে জেলার মানিকছড়িতে গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। কয়লার খনির ঘটনাটি সত্য হলে জেলায় খনিজ সম্পদ আবিষ্কারে দ্বিতীয় ঘটনা হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.