বৃহস্পতিবার | ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই বিব্রত: জামায়াত ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা সংলাপে জামায়াতকে ‘বেশি কথা বলতে দেওয়ায়’ সিপিবি-গণফোরামের ওয়াকআউট রাজশাহীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন আপনি বিদেশে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারেন না ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জিনপিং সীতাকুণ্ডে সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অত্যন্ত সফল : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ
তানোরে ধান ব্যবসায়ীর সঙ্গে উধাও ২ সন্তানের জননী

তানোরে ধান ব্যবসায়ীর সঙ্গে উধাও ২ সন্তানের জননী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে ধান ব্যবসায়ীর সঙ্গে অজানার  উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ২ সন্তানের জননী। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে, তানোর উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির) দরগাডাঙ্গা ও ঘৃতকাঞ্চন এলাকায়।

ওই গৃহবধুর স্বামী ময়ান উদ্দিন গত শনিবার তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী উধাও হওয়ার সময় সোনা ও টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তার স্বামী।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা বাজারের ধান ব্যবসায়ী দুই সন্তানের জনক আলমগীরের সাথে একই এলাকার ঘৃতকাঞ্চন গ্রামের ময়ান উদ্দিনের স্ত্রী দুই সন্তানের জননী লাবনী বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। পরকীয়া প্রেমকে পরিপূর্ণতা দিতে আলমগীর লাবনী বেগমকে নিয়ে গত শুক্রবার দিবাগত রাতে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া জুগলকে খুজে পাওয়া যায়নি। প্রেমিক আলমগীরের ব্যবহিত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানান, আলমগীরের সংসার দুটি মেয়ে সন্তান ও লাবনী বেগমের দুটি সন্তান রয়েছে। তারা তাদের সন্তানদের রেখে পালিয়েছেন। তারা তো প্রেম লিলায় আনন্দে সময় পার করছেন, কিন্তু সন্তানদের কি হবে একবার ভাবেনি। তাদেরও প্রেম লীলা শেষ হবে যখন কলহ বিবাদ শুরু হবে। আসলে গ্রামে এসব এখন বেশি হচ্ছে কারন একটাই কলকাতার সিরিয়াল, ক্রাইম এলার্ট দেখে জীবনে বাস্তব রুপ দিচ্ছে সন্তানের পিতা মাতারা।

আবার এঘটনা রফাদফা করতে উঠেপড়ে লেগেছেন মেম্বার নাজিমুদ্দিন। উভয়ের পরিবারের লোকজন জানান, যারা এবয়সে সন্তান রেখে স্বামীর সুখোর সংসার ভেঙ্গে ফেলে তারা কখনো সংসার করতে পারেনা। আলমগীর দুই মেয়ে স্ত্রী রেখে লাবনী বেগমকে নিয়ে পালিয়ে গেল। আর লাবনী এক পুত্র সন্তান এক মেয়ে সন্তান রেখে উধাও হয়ে গেল।

তাদের ৬ টি জীবন ও দুটি সংসার তছনছ হল। সারা জীবন সন্তানদের অপবাদ সইতে হবে। আর এসব সন্তানরাই ভয়ংকর হয়ে উঠে। এদের আইনের আওতায় এনে কঠোর সাজা দিলে যদি সমাজ থেকে এধরনের পরকীয়া বন্ধ হয়।

মেম্বার নাজিমুদ্দিন জানান, তাদেরকে খুজে পাওয়া যাচ্ছেনা। থানায় অভিযোগ করেছে লাবনীর স্বামী ময়ান উদ্দিন বলে এড়িয়ে যান তিনি।

ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে, টাকা ও সোনার গহনা নিয়ে গেছে লাবনী বেগম মর্মে তার স্বামী অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.