শনিবার | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে যেভাবে সম্মানিত করলো আর্জেন্টিনা

মেসিকে যেভাবে সম্মানিত করলো আর্জেন্টিনা

প্রবাহ ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। এ বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে দলকে অসংখ্য স্মরণীয় জয় উপহার দিয়েছেন এলএম টেন।

এ কারণে মেসিকে বিশেষ সম্মানে সম্মানিত করলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে সংস্থাটি।

শনিবার (২৫ মার্চ) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লদিও তাপিয়া।

এএফএ এর প্রধান নতুন ফলকের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘কাসা দে আজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’ নিজ দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থার থেকে এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি।

অনুশীলন ক্লাবের সামনে দাঁড়িয়ে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন,‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.