বৃহস্পতিবার | ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
নাটোরে অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোরে অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রবাহ ডেস্ক: নাটোর শহরের প্রতিষ্ঠিত ৭ মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ২ লাখ টাকার জরিমানা করা হয়েছে।

শনিবার র‌্যাব-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে শহরের নিচাবাজার,স্টেশন বাজার,লালবাজার,উত্তর চৌকিরপাড় এলাকায় মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালায়।

প্রতিষ্ঠানগুলো হলো শিলা মিষ্টি বাড়ী, মৌচাক মিষ্টি ভান্ডার, নবরুপ দধি ও মিষ্টান্ন ভান্ডার, মডার্ণ মিষ্টান্ন ভান্ডার, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জয়কালী মিষ্টান্ন ভান্ডার ও জয়কালী বাড়ী দ্বারিক ভান্ডার।

এরমধ্যে জয়কালী বাড়ী দ্বারিক ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সাথে যৌথভাবে শহরের নিচাবাজার,স্টেশন বাজার,লালবাজার,উত্তর চৌকিরপাড় এলাকায় মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

শনিবার দিনভর অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে শিলা মিষ্টি বাড়ী, মৌচাক মিষ্টি ভান্ডার, নবরুপ দধি ও মিষ্টান্ন ভান্ডার, মডার্ণ মিষ্টান্ন ভান্ডার, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জয়কালী মিষ্টান্ন ভান্ডার ও জয়কালী বাড়ী দ্বারিক ভান্ডারকে জরিমানা করা হয়।

পরে জরিমানা কৃত সর্বমোট ২ লাখ টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।

অভিযানে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.