শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
নাটোরে অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোরে অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রবাহ ডেস্ক: নাটোর শহরের প্রতিষ্ঠিত ৭ মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ২ লাখ টাকার জরিমানা করা হয়েছে।

শনিবার র‌্যাব-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে শহরের নিচাবাজার,স্টেশন বাজার,লালবাজার,উত্তর চৌকিরপাড় এলাকায় মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালায়।

প্রতিষ্ঠানগুলো হলো শিলা মিষ্টি বাড়ী, মৌচাক মিষ্টি ভান্ডার, নবরুপ দধি ও মিষ্টান্ন ভান্ডার, মডার্ণ মিষ্টান্ন ভান্ডার, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জয়কালী মিষ্টান্ন ভান্ডার ও জয়কালী বাড়ী দ্বারিক ভান্ডার।

এরমধ্যে জয়কালী বাড়ী দ্বারিক ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সাথে যৌথভাবে শহরের নিচাবাজার,স্টেশন বাজার,লালবাজার,উত্তর চৌকিরপাড় এলাকায় মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

শনিবার দিনভর অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে শিলা মিষ্টি বাড়ী, মৌচাক মিষ্টি ভান্ডার, নবরুপ দধি ও মিষ্টান্ন ভান্ডার, মডার্ণ মিষ্টান্ন ভান্ডার, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জয়কালী মিষ্টান্ন ভান্ডার ও জয়কালী বাড়ী দ্বারিক ভান্ডারকে জরিমানা করা হয়।

পরে জরিমানা কৃত সর্বমোট ২ লাখ টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।

অভিযানে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.