নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় শহর রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে সকালে কুমারপাড়া স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি মীর ইকবাল ও সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক লিমনসহ নেতৃবৃন্দ।
অপরদিকে ২৬ মার্চ উপলক্ষে রাজশাহী কলেজ শহীদ মিনারে রাজশাহী জেলা আওয়ামী লীগরে ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র সংগঠন ও সাংবাদিকরা।