বৃহস্পতিবার | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
অধিনায়ক এমবাপ্পের ঝলক, পেছনে ফেললেন বেনজেমাকে

অধিনায়ক এমবাপ্পের ঝলক, পেছনে ফেললেন বেনজেমাকে

প্রবাহ ডেস্ক: ফ্রান্সের অধিনায়ক হিসাবে নতুন অধ্যায়ের শুরুটা জোড়া গোলে রাঙালেন কিলিয়ান এমবাপ্পে। নতুন অধিনায়কের ঝলকে দাপুটে জয়ে ২০২৪ ইউরো বাছাই অভিযান শুরু করল বিশ্বকাপ রানার্সআপরা। শুক্রবার রাতে প্যারিসে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এমাবাপ্পের ফ্রান্স। বিশ্বকাপ বিপর্যয়ের পর নতুন কোচের অধীনে নতুন চেহারার দল নিয়ে প্রথম মাঠে নামা বেলজিয়াম জিতেছে তাদের পুরোনো নায়কের ঝলকে।

রোমেলু লুকাকুর হ্যাটট্রিকে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। প্রায় এক বছর বিরতির পর ৪১ বছর পাঁচ মাস ২১ দিন বয়সে সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের আন্তর্জাতিক ফুটবলে ফেরা নিয়ে ছিল সবার কৌতূহল।

কিন্তু মাঠে দুর্দান্ত হ্যাটট্রিকে সব আলো কেড়ে নেন লুকাকু। দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে ইউরো বাছাইপর্বে খেলার রেকর্ড গড়লেও বদলি হিসাবে নেমে ম্যাচে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি ইব্রা।

উগো লরিসের অবসরের পর অভিজ্ঞ আঁতোয়া গ্রিজমানকে উপেক্ষা করে এমবাপ্পেকে নেতৃত্ব দেওয়ায় ফরাসি শিবিরে অশান্তির আভাস পাওয়া গিয়েছিল।

কিন্তু মাঠে নামতেই এক নিমিষে সব উধাও। দুজনের দারুণ বোঝাপড়ায় দুই মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। অধিনায়ক এমবাপ্পের পাস থেকে গোল করেন সহঅধিনায়ক গ্রিজমান। আট মিনিটে গ্রিজমানের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন উপমেকানো। ২১ মিনিটে চুয়ামেনির পাস থেকে ব্যবধান ৩-০ করে রোনাল্ড কোমানের নেদারল্যান্ডসকে ম্যাচ থেকে ছিটকে দেন এমবাপ্পে।

৮৮ মিনিটে ডাচদের কফিনে শেষ পেরেক ঠুকে করিম বেনজেমাকে (৩৭) ছাড়িয়ে ফ্রান্সের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হন এমবাপ্পে। দেশের হয়ে ৬৭ ম্যাচে তার গোল এখন ৩৮টি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.