রবিবার | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি! রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল রাজশাহীতে মামার বিরুদ্ধে হ’ত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভাগনের বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রকে বিশ্বাস করে: আব্দুল মঈন শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি
রাবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপ্ত

রাবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মকর্তাদের আজ বুধবার শেষ হয়েছে। প্রশিক্ষণের চারটি সেশনে যথাক্রমে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লা, তথ্য অধিকার সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার সেবা প্রদান প্রতিশ্রতি সম্পর্কে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক পারভেজ রায়হান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে এদিন সকাল ৯:৩০ মিনিটে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক আ. ত. ম. আব্দুল্লাহহেল বাকী বক্তৃতা দেন। প্রশিক্ষণে প্রায় ২২০ জন কর্মকর্তা অংশ নেয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও রেজিস্ট্রার রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামসহ কয়েকজন অংশগ্রহণকারী বক্তব্য রাখেন। পরে রেজিস্ট্রার অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন।

প্রসঙ্গত, ১৯ মার্চ অপরাহ্নে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান। সেখানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম বক্তব্য রাখেন।  সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.