প্রবাহ ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের নতুন করে প্রধান ফটক নির্মাণ করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, সৌন্দর্য মন্ডিত করতে নতুন করে বিদ্যালয়ের দক্ষিণ পাশে সজ্জিতকরণভাবে এ প্রধান ফটক নির্মাণ করা হয়।
বিদ্যালয়টি ১৯৬৩ সালে কার্তিক চন্দ্র চৌধুরী প্রতিষ্ঠা করার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল করে আসছে।
বুধবার সকালে বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুজন চৌধুরী ও বোরহান উদ্দিনসহ অন্যান্যরা নতুন এ প্রধান ফটক পরিদর্শন করেন।
বিদ্যালয়ের নতুন প্রধান ফটক নির্মাণ করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।