প্রবাহ ডেস্ক: ইউএস কনসুলেট জেনারেল এবং এশিয়ান কনফ্লুয়েন্সের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে দুদিনের কনক্লেভ।
এই কনক্লেভের বিষয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন করে সাংস্কৃতিক সংযোগ স্থাপন করা। সোমবার ও মঙ্গলবার এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। তিনটি বিষয়- বাণিজ্য এবং যোগাযোগ, পরিবেশ এবং শান্তিস্থাপনের ওপর বেশি করে নজর দেওয়া হয়েছে। সাধারণ যোগাযোগ নীতির বাইরে গিয়ে সংস্কৃতি, শিল্পকে ব্যবহার করে পারস্পরিক সৌহার্দ্যকে বাড়ানোই এর লক্ষ্য।
কনক্লেভের শুরুতে বার্তা দেন এশিয়ান কনফ্লুয়েন্সের ডিরেক্টর সব্যসাচী দত্ত এবং কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক। উদ্বোধনী বার্তা দেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিখ্যাত তবলাশিল্পী তন্ময় বসু। এশিয়ান কনফ্লুয়েন্সের গভর্নিং কাউন্সিলের অ্যাম্বাসাডর রাজীব ভাটিয়ার নেতৃত্বে আলোচনা হয় আঞ্চলিক সংস্কৃতি নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় অস্ট্রেলিয়ার কনসুলেট জেনারেলের ডেপুটি হেড অফ মিশন ড্যানিয়েল সিম, জাপানের কনসাল জেনারেল নাকাগাওয়া কোইচি, আইসিসিআরের আঞ্চলিক ডিরেক্টর মীনাক্ষী মিশ্র। দুদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রায় ৪০ জন বক্তা। পারফর্ম করবেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের ১০টিরও বেশি দেশের ৭৫ জন শিল্পী।