নিজস্ব প্রতিবেদক: ২০ মার্চ ২০২৩ইং তারিখ রাত ৮.৪৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর রেলক্রসিং নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ওয়ান শুটারগান- ০৪টি, ফেন্সিডিল-০১ বোতল, মোটর সাইকেল-০১টি, নগদ-৮০০০/-টাকা উদ্ধার করেন।
আটককৃতরা হলেন মোঃ রেজাউল করিম (৩৮), পিতা-মৃত সেকেন্দার আলী, গ্রাম হাঁসবাড়িয়া, অপরজন আবু রায়হান তোঁতা (৩০), পিতা-মৃত আবুল কাশেম, গ্রাম শেরপাড়া, উভয় থানা-লালপুর, জেলা-নাটোর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন স্থানে কৌশলে নিয়ে বিক্রি করে। এরই প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে এবং এক পর্যায়ে জানতে সক্ষম হয় যে, তারা অস্ত্র বিক্রি করতে রাজশাহীর বিনোদপুরের দিকে যাচ্ছে। যাওয়ার সময় আগে থেকে অ্যাম্বুশে থাকা র্যাব-৫ এর সিপিএসসি টিমের আভিযানিক দলের কাছে হাতেনাতে ধরা পরে।
জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের নিকট অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।