প্রবাহ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) ভোরে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম এলাকায় ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক আশরাফ আলী ঘটনাস্থলেই নিহত হন।
আহত হয়েছেন চালকের সহযোগী টুটুল। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাকচালক আশরাফ আলী (৪০) যশোরের মনিরামপুরের বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ (উপপরিদর্শক) আবু হাসনাত বলেন, গাড়ীটি আমাদের হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।