সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
নতুন যে ক্লাবে যাচ্ছেন মার্টিনেজ

নতুন যে ক্লাবে যাচ্ছেন মার্টিনেজ

প্রবাহ ডেস্ক: কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার আক্ষেপ ঘুচে আর্জেন্টিনার। এ শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন আলবিসেলেস্তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে ফ্রান্সকে রুখে দিয়ে গোল্ডেন গ্লাভস জিতে নেন তিনি।

বিশ্বকাপ জয়ের পরপরই ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাতে যোগ দিয়েছেন মার্টিনেজ। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিতে রয়েছেন এমি। তবে মৌসুম শেষে রদবদলের দৌঁড়ে উঠে এসেছে এ আর্জেন্টিনা গোলকিপারের নাম।

অ্যাস্টন ভিলা যদি তাকে ছেড়ে দেয় তাহলে তিনি নতুন কোন ক্লাবে নাম লেখাবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।

এদিকে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার কারণে নামিদামি অনেক ক্লাবেরই নজর রয়েছে মার্টিনেজের ওপর। ইউরোপের ক্লাবগুলোও আলাদা নজর রেখেছে আর্জেন্টিনার এই ফুটবলারের ওপর।

বিশেষ করে, ইতালির ক্লাব রোমা বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে দলে ভেড়াতে বেশ আগ্রহী। ধারণা করা হচ্ছে, চলতি মৌসুম শেষেই নতুন কোনো ক্লাবে যোগ দিতে পারেন মার্টিনেজ।

চলতি মৌসুমে ২৬ ম্যাচে ১৪ জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে রোমা। মার্টিনেজকে পেতে ইতালিয়ান ক্লাবটিকে লড়তে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের সঙ্গে। কারণ, বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে দলে পেতে চায় তারাও।

এছাড়া বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত মার্টিনেজের চুক্তি থাকলেও বড় অঙ্কের প্রস্তাব পেলে আর্জেন্টিনার গোলরক্ষককে ছেড়ে দিতে প্রস্তুত তারাও। .

মার্টিনেজকে চড়া মূল্যে বিক্রি করে সেই অর্থ ক্লাবের উন্নয়নে ব্যয় করতে চায় অ্যাস্টন ভিলা। শেষ পর্যন্ত আর্জেন্টিনার এই গোলরক্ষক কোন ক্লাবে যোগ দেয় সেটিই এখন দেখার বিষয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.