মঙ্গলবার | ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সহকারী চালক আহত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সহকারী চালক আহত

প্রবাহ ডেস্ক: কিশোরগঞ্জে আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনে পাথর নিক্ষেপ ক‌রে‌ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার আহত হয়েছেন। এতে ট্রেনের ইঞ্জিনের দু‌টি ও গার্ড ব্রেকের তিন‌টি গ্লাস ভেঙে গে‌ছে।

রোববার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার কটিয়াদী উপজেলা মানিকখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল সন্ধ্যা ৭টা ১২মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেয় আন্তঃনগর এগার‌সিন্দুর ট্রেন। ট্রেনটি রোববার রাত সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা মানিকখালী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির সহকারী লোকোমোটিভ মাস্টার কাওছার হোসেনের হাত কেটে যায়। এ সময় বেশ ক‌য়েক‌টি গ্লাস ভেঙে যায়।

ট্রেনটি সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কমলাপুরের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করেছে।

কিশোরগঞ্জ রেলওয়ের কর্তব্যরত স্টেশন মাস্টার আনোয়ার করিম বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.