বৃহস্পতিবার | ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই বিব্রত: জামায়াত ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা সংলাপে জামায়াতকে ‘বেশি কথা বলতে দেওয়ায়’ সিপিবি-গণফোরামের ওয়াকআউট রাজশাহীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন আপনি বিদেশে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারেন না ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জিনপিং সীতাকুণ্ডে সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অত্যন্ত সফল : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ
আইএফআইসি ব্যাংক অর্জন করল সম্মানজনক পিসিআই ডিএসএস সার্টিফিকেট

আইএফআইসি ব্যাংক অর্জন করল সম্মানজনক পিসিআই ডিএসএস সার্টিফিকেট

প্রবাহ ডেস্ক : গ্রাহকদের সর্বোচ্চ ডেটা সিকিউরিটি বা তথ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করায় আন্তর্জাতিকভাবে সম্মানজনক স্বীকৃতি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস ভার্সন ৩.২.১) সার্টিফিকেট অর্জন করেছে আইএফআইসি ব্যাংক।

সোমবার (২১ নভেম্বর) আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ডিএমডি অ্যান্ড চিফ অব অপারেশন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মো. মনিতুর রহমান এবং হেড অব আইটি মো. নাজমুল হক তালুকদারের হাতে সার্টিফিকেটটি তুলে দেন এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টস (ইআইসি)-এর সিইও মশিউল ইসলাম।

এসময় পিসিআই ডিএসএস সনদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট সাপোর্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এস এম তোফায়েল আহমেদ, আইএফআইসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মনসুর মোস্তফা ও অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টস (ইআইসি)-এর কর্মকর্তারা।

সুরক্ষা মূল্যায়নকারী প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টসের (ইআইসি) মাধ্যমে পিসিআই-ডিএসএস কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনে স্বল্প সময়ে সম্মানজনক এই সনদটি পেতে সক্ষম হয়েছে আইএফআইসি ব্যাংক। পিসিআই-ডিএসএস হলো কার্ড হোল্ডারের ডেটা সঞ্চয়, প্রক্রিয়াজাত ও প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সুরক্ষিত মানদণ্ডের একটি স্ট্যান্ডার্ড। ক্রেডিট এবং ডেবিট কার্ড লেনদেনগুলোকে সুরক্ষিত করার উদ্দেশে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডস কাউন্সিল (PCI SSC) একটি কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড তৈরি করে, যার লক্ষ্য হচ্ছে কার্ড ডেটা জালিয়াতি রোধ করা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.