শনিবার | ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রেললাইন সংস্কারে গাফেলতি-কতৃপক্ষের উদাসীনতার কারনে ঘটছে ঘনঘন ট্রেন দূর্ঘটনা পবায় দুই ইউনিয়নে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আম উৎপাদনে শীর্ষে থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ মার্কো-জেডির ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি সভার আহ্বান শেহবাজের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ২০ রাসিকের সাবেক মেয়রের এপিএস নওগাঁ থেকে গ্রেপ্তার
নির্মাণাধীন ভবনের ইট পড়ে শিশু নিহত

নির্মাণাধীন ভবনের ইট পড়ে শিশু নিহত

প্রবাহ ডেস্ক: যশোরের চৌগাছা শহরের একটি পাঁচতলা নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে ইট পড়ে শ্রেয়া বালা (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার মা বুলি বালা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

শ্রেয়া চৌগাছা শহরের রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং শহরের ৪নং ওয়ার্ডের নিরিবিলিপাড়ার ভাড়াটিয়া শংকর কুমার বালা ও বুলি বালা দম্পতির একমাত্র সন্তান।

তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার একটি গ্রামে। শ্রেয়ার বাবা দীর্ঘদিন চৌগাছা শহরে বসবাস করে হোমিওপ্যাথি চিকিৎসালয় পরিচালনা করছেন।

শনিবার সকাল দশটার দিকে চৌগাছা শহরের পুরাতন মাইক্রোবাসস্ট্যান্ডে নির্মাণাধীন জিল্লুর রহমানের নির্মাণাধীন পাঁচতলা ভবনের পঞ্চম তলা থেকে ইট পড়ে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির সম্মুখে সড়কের বিপরীতপাশেই শ্রেয়ার বাবার চিকিৎসালয়।

শ্রেয়ার স্কুলের প্রধানশিক্ষক নাসির উদ্দিন বলেন, শ্রেয়া আমার স্কুলের দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। সে ক্লাসে অর্ধশতাধিক শিক্ষার্থীর মধ্যে সব সময় দ্বিতীয় বা তৃতীয় হতো। শুক্রবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় সে। আজও স্কুল থেকেই ওর মার সঙ্গে ফিরছিল।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.