মঙ্গলবার | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন যুগে বাংলাদেশ একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, সবচেয়ে বেশি বরিশালে একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা
মাদকাসক্ত কিশোরের ছুরিকাঘাতে ইজিবাইকচালক খুন

মাদকাসক্ত কিশোরের ছুরিকাঘাতে ইজিবাইকচালক খুন

প্রবাহ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত কিশোরের ছুরিকাঘাতে শাহিন আলম নামে এক ইজিবাইকচালক খুন হয়েছে। শনিবার রাত ১২টায় ফতুল্লার হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিন হাজিপাড়া এলাকার নজিবুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আলহাম ও ওয়ালিদ নামে আরও দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে এক কিশোরের শরীরে ধাক্কা লাগে। ওই সময় আশরাফুল চরথাপ্পড় দিয়ে শাহিনকে গালাগাল করেন। এতে শাহিন তার বাড়ির কাছে এসে আলহাম, ওয়ালিদসহ কয়েকজনের একটি দল নিয়ে আশরাফুলকে ধরতে তার বাড়ির কাছে যায়।

আশরাফুলও দলবল দেখে ছুরি হাতে ধাওয়া করে। একপর্যায়ে শাহিনের পেটে পর্যায়ক্রমে ৩-৪ টি ছুরিকাঘাত করে আশরাফুল। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছুরির আঘাতে আলহাম ও ওয়ালিদ আহত হন।

ওয়ালিদ জানান, ছুরিকাঘাতে শাহিনের পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায়। তখন তাকে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে শাহিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আলহাম বলেন, আশরাফুলের বয়স ১৪-১৫ বছর হবে। সে একই এলাকার আলিম মিয়ার ছেলে। সবসময় নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করে। তার একটি কিশোরগ্যাং রয়েছে। এলাকায় মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ চলে আশরাফুলের নেতৃত্বে।

ফতুল্লার মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.