শনিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪

প্রবাহ ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ইকুয়েডরেও। এতে উভয়দেশে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই পেরুর নাগরিক।

কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় নেমে আসে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিলের প্রায় ৮০ কিলোমিটার বা ৫০ মাইল দক্ষিণে কম্পনটির উৎপত্তি হয়।

ভূমিকম্পের কারণে সুনামি হওয়ার সম্ভাবনা দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ইকুয়েডরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পেরুতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইকুয়েডরের কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১২৬ জন আহত হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো সাংবাদিকদের বলেছেন, সন্দেহ নেই এই ভূমিকম্প জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, অবিলম্বে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সমস্ত মন্ত্রণালয় সক্রিয় এবং পর্যাপ্ত অর্থনৈতিক সংস্থান রয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.