শুক্রবার | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী? ৬ সীমান্ত দিয়ে ১০৫ জনকে বিএসএফের পুশইন সকালে ঘুম থেকে উঠে এই ৫ ভুল করলেই বারোটা বাজবে লিভারের! অজান্তেই তিলে তিলে শেষ হবে শরীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল আরএমপি ডিবির অভিযানে ১০টি চোরাই মোবাইলসহ গ্রপ্তার ১ সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৩ রানে পিছিয়ে ডেঙ্গুতে একদিনে ৪৬ জন হাসপাতালে ভর্তি, করোনায় সংক্রমিত ৬ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে, ইশরাক আন্দোলন স্থগিত করলেন
জনসমক্ষে এলো চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী চ্যাটবট ‘আর্নি বট’

জনসমক্ষে এলো চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী চ্যাটবট ‘আর্নি বট’

প্রবাহ ডেস্ক: চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘আর্নি বট’ জনসমক্ষে এনেছে চীনা তথ্য প্রযুক্তি সংস্থা বাইদু।

বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান নির্বাহী রবিন লি একটি লাইভস্ট্রিম প্রেস কনফারেন্সের মাধ্যমে এ চ্যাটবটটি উন্মুক্ত করেন। বেইজিংয়ে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্সে আর্নি বটের তৈরি করা একটি পোস্টার ও ভিডিও দেখানো হয়।

চ্যাটবটটির প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবিন লি বলেন, আর্নি বট বাইদুর ‘কয়েক দশকের পরিশ্রমের ফলাফল’।

তিনি বলেন, আর্নি বট-এ প্রশ্ন ইনপুট দেওয়া হলে প্রশ্নটি ভুল না সঠিক তা চ্যাটবটটি নির্ণয় করতে পারে। একইসাথে প্ল্যাটফর্মটি নির্দিষ্ট কয়েকটি ধাপে সঠিক প্রশ্নের যথাযথ উত্তর খুঁজে পেতে ব্যবহারকারীকে সাহায্য করে।

অনুষ্ঠানে চ্যাটবটটির গাণিতিক যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার উদাহরণ দেওয়া হয়।

বাইদুর পক্ষ থেকে জানানো হয়েছে, আর্নি বট ইংরেজির চেয়ে চীনে প্রচলিত ভাষায় বেশি পারদর্শী। যদিও প্রেস কনফারেন্সে চ্যাটজিপিটির মতো সরাসরি আর্নি বটের সক্ষমতা প্রদর্শন করেনি বাইদু। বরং একটির পর একটি স্লাইড দেখিয়ে করে এর সক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

তবে, চ্যাটজিপিটির নতুন ভার্সন জিপিটি-৪ এ ছবি থেকে টেক্সট তৈরির মতো নতুন যেসব ফিচার যুক্ত করা হয়েছে সেগুলো নতুন এই চ্যাটবটটিতে নেই।

প্রসঙ্গত, মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৪ নামের নতুন ভার্সন উন্মুক্ত করার একদিনের মধ্যেই বাইদু নিজেদের চ্যাটবটটি উন্মুক্ত করল।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.